সপ্তাহের শুরুতেই মিশ্রভাব ইউরোপের শেয়ারবাজার

euস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের শুরুতে ইউরোপের শেয়ারবাজারে চরম মন্দাভাব থাকলেও কেন্দ্রিয় ব্যাংকের উদ্যোগে উর্দ্ধমূখী সূচকে শেষ হয়েছিল গত সপ্তাহের শেষ কর্মদিবসের লেনদেন। তবে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল সোমবার মিশ্রভাব লক্ষ্য করা গেছে ইউরোপের বড় বড় শেয়ারবাজারগুলোতে।

এদিন জার্মান DAX Index ৫২.৯৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৯,৭৮৫.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া CAC 40 Index ২১.২১ পয়েন্ট বেড়ে ৪,৩৪৭.২৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে লন্ডন FTSE 100 Index ২০.৯৭ বা ০.৩১% পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৭২৯.৭৯ পয়েন্টে।

এছাড়া TR EUROPE ইন্ডেক্স সামান্য বেড়ে ১৬,৫০৮ পয়েন্টে অবস্থান করছে। তবে আগামী দু-একদিনের মধ্যে লেনদেন বাড়তে পারে বলে বিশ্লেষকরা আশা করছেন ।

সূত্র : রয়টার্স
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *