সপ্তাহ শেষে সরগরম ভারতের শেয়ারবাজার

bseস্টকমার্কেট ডেস্ক :

ভারতের শেয়ারবাজার আবার সরগরম হয়ে উঠেছে। বৃহস্পতিবার ছাড়া পুরো সপ্তাহ জুড়েই উর্দ্ধমূখী ছিল ভারতের শেয়ারবাজার। শনিবার সপ্তাহের শেষদিনেও সূচকের উর্দ্ধমূখীভাব বজায় ছিল।

সপ্তাহের শুরু থেকেই SENSEX সূচক ২৮ হাজার  পয়েন্টে অবস্থান করছিল। NIFFTY সূচকও বেড়েছে একই গতিতে।

শনিবার দিনশেষে SENSEX সুচক ১০৬.০২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬.৬৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে NIFFTY সূচক ৩২.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৮৯.৯০ পয়েন্টে।

এদিন শীর্ষ লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে ছিল ASIAN-PAINTS, BAJAJ-AUTO,HINDALCO, TATA-STEEL, NMDC, GAIL এবং JINDAL-STEEL।

প্রসঙ্গত: ভারতের নতুন সরকার আসীন হওয়াকে কেন্দ্র করে শেয়ারবাজারে সূচকে ক্রমাগত উলম্ফন ঘটছে। এরই ধারাবাহিকতায় আরও একটি সফল সপ্তাহ পার করল ভারতের শেয়ার বাজার ।

সুত্র-Financial Express

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *