সপ্তাহজুড়ে দর বাড়ায় সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সামিট পাওয়ার লিমিটেড। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ারের দর বেড়েছে ২৮.৬৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে কোম্পানিটি প্রতিদিন গড়ে ৪২ কোটি ১ লাখ ৮ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানির ১৬৮ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ২.৩০ টাকা বেড়ে সর্বশেষ ৪৭.৯০ টাকায় লেনদেন হয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে এ শেয়ারের দর বেড়েছে ২৮.৬৫ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষে অন্যান্য কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১৭.৩২ শতাংশ, এ্যাপোল ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ১৩.৩৩ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ১০.৫১ শতাংশ, অরিয়ন ফার্মা লিমিটেডের ১০৪৬ শতাংশ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৮.০৪ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট ও এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৬১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৭.৩০ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিংস সিস্টেমসের ৬ দশমিক ৭২ শতাংশ দর বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএজে