সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কেপিসিএল

kpplস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বিদ্যুত্ খাতের প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

পাঁচ কার্যদিবস মিলিয়ে এ কোম্পানির মোট ২৬৩ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়, যা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের ৭ শতাংশেরও বেশি। কেনাবেচার পাশাপাশি কোম্পানিটির শেয়ারদরও বেড়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৬৫ লাখ ৫১ হাজার ১৬৭টি শেয়ার ১২৬ কোটি ৫ লাখ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল কোস্পানি লিমিটেডের সপ্তাহজুড়ে ৭৫ লাখ ৬ হাজার ৭৯৮টি শেয়ার ১২৪ কোটি ৮৫ লাখ ৩৮হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সাইফ পাওয়ারটেক, আরএকে সিরামিকস বাংলাদেশ, এসিআই ফরমুলেশনস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *