ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট লেনদেনের ৩ দশমিক ৩৭ শতাংশ ছিল তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমসের।
সপ্তাহজুড়ে এর মোট ৩৭ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ফলে কোম্পানিটি উঠে আসে তালিকার দ্বিতীয় স্থানে। এদিকে গত সপ্তাহে শেয়ারটির দর বাড়ে ৬ দশমিক ৫৯ শতাংশ।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে সর্বশেষ কার্যদিবসে এ শেয়ারের দর বাড়ে ৪ দশমিক ৬৮ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা। দিনভর এর দর ৩৪ টাকা থেকে ৩৬ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৫ টাকা ৮০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৩৫ টাকা ৬০ পয়সায়।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর