শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি নিজেদের হাতে থাকা ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৪৯২টি শেয়ারের মধ্যে ১৫ লাখ শেয়ার বিক্রি করবেন। আর সাইদুল ইসলাম তার কাছে থাকা ৩৫ লাখ ৭৭ হাজার ৪১৮ শেয়ারের মধ্যে ৩ লাখ ২৫ হাজার ২১৯ শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এবং চলমান বাজার দরে শেয়ার বিক্রি করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ