শেয়ারবাজারের তালিকাভুক্ত সামিট পাওয়ার সহযোগী প্রতিষ্ঠান মেঘনা ঘাটের ৩০ শতাংশ শেয়ার কিনবে। এ জন্য কোম্পানিটি ১০ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩৬১টি শেয়ার ছাড়বে। এর মূল্য হবে ১০৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৬১০ টাকা।
গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিটির মূলধন বাড়াতে প্রয়োজন হবে শেয়ারহোল্ডারদের সম্মতি। এ জন্য কোম্পানির অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। আর ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ১০ নভেম্বর।
স্টমার্কেটবিডি.কম/এলকে/সি