সিএপিএম আইবিবিএল মি. ফান্ড দর পতনের শীর্ষে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সমাপ্ত সপ্তাহে দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.১৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটি মোট ১৯ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা।

দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় স্থানে । গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৮.৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা আরও কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৮.১৩ শতাংশ, আনোয়ার গালভানাইজিংয়ের ৭.৬৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৭.২৯ শতাংশ , এশিয়া ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজের ৬.৫৭ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৬.৩৪ শতাংশ ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের দর কমেছে ৫.৯৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *