গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল ‘এন’ ক্যাটাগরির ২ কোম্পানি। কোম্পানি ২টি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং ইফাদ অটোস। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ‘এন’ ক্যাটাগরির ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিসট্রিবিউশন ১ কোটি ১০ লাখ ৫ হাজার ৬৪৭টি শেয়ার ২২৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের ষষ্ঠ স্থানে থাকা ‘এন’ ক্যাটাগরির ইফাদ অটোস লিমিটেড ৯৪ লাখ ৪৯ হাজার ৬৫টি শেয়ার ৮৫ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশনস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়র্ড, খুলনা পাওয়ার কোম্পানি, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং সাইফ পাওয়ারটেক।
স্টকমার্কেটবিডি.কম/এএআর