সিএসইতে বেড়েছে অধিকাংশ খাতের সূচক

cseস্টকমার্কেট ডেস্ক :

চট্রগ্রাম স্টিক একচেঞ্জ (সিএসই) তে সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবারে লেনদেন শেষে খাত ভিত্তিক বিবেচনায় অধিকাংশ খাতের সূচক ছিল উর্ধগামী। যার ফলে সিএসই সার্বিক সূচকও ছিল ইতিবাচক ধারায়। গতকালের মতো আজও সবচেয়ে বেশি সূচক বেড়েছে জীবন বিমা খাতের। দিনশেষে এই খাতের সূচক ১৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১লক্ষ ২৪ পয়েন্ট। তবে শতকরা হিসাবে সবচেয়ে বেশি বেড়েছে টেলিকমিউনেকেশন খাতের সূচক। আজ এ খাতে সূচক বেড়েছে প্রায় ১.৬৮ শতাংশ।

তবে এদিন সবচেয়ে বেশি কমেছে লিজিং এন্ড ফাইনান্স খাতের সূচক। এ খাতে আজ সূচক দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৮১ পয়েন্ট। যা গতকালের চেয়ে ৯৬ পয়েন্ট কম।

উল্লেখ্য, সিএসইতে মোট ১৮ টি খাতের মধ্যে আজ সূচক বেড়েছে ১২টি খাতে এবং কমেছে ৬ টি খাতের সূচক।

স্টকমার্কেটবিডি.কম/টিআই/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *