চট্রগাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার দিন শেষে বড় ধরনে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমান।
সিএসইর তথ্য অনুযায়ী, এদিন সিএসইতে ৮৩ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ৯১৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন রবিবার হয়েছিল ৭৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন।
দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির শেয়ার দর।
চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ২৫৮.৮৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৮ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে টাকার পরিমানে লেনদেনের শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএজে/এনএ