সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। বুধবার লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
সপ্তাহের চতূর্থ এ কার্যদিবসে এ শেয়ারবাজারে মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে দিনশেষে সিএসইএক্স সূচক গিয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৯ পয়েন্টে।
এদিন সিএসইতে ৭৪ কোটি ১৮ লাখ টাকা লেনদেন হয়। গতকাল মঙ্গলবার সেখানে ৭৭ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছে।
সিএসইতে দিনশেষে লেনদেনে হওয়া ২৪৭ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৭১ টির ও অপরিবর্তিত রয়েছে ১৯ টির দর।
টাকার পরিমানে সিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইউনাইটেড এয়ার লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর