সিএসইতে সূচক ও লেনদেন বৃদ্ধি

cseনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের সোমবার দিন শেষে লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে বেড়েছে। এ দিন বেড়েছে মূল্যসূচক তবে কমেছে শেয়ারের দর। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১০২০ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৮৪৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার ছিল ২৪ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫ টির, কমেছে ১১৬ টির এবং ২৮ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল ফ্যামেলিটেক্স ও ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *