সিএসইতে ৮১ কোটি টাকার লেনদেন

cseনিজস্ব প্রতিবেদক :

সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। এদিন সেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি টাকা।

রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে এ শেয়ারবাজারে মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে দিনশেষে সিএসইএক্স সূচক গিয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৪ পয়েন্টে।

এদিন সিএসইতে ৮১ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়। গতদিন বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮৩ লাখ টাকা।

দিনশেষে লেনদেনে হওয়া ২৩৫ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

আজ সিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *