শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রো কেমিক্যাল রিফইনারি লিমিটেডের ৫ বছরের কর অবকাশ অনুমোদন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ২০১৪ সালের ২ এপ্রিল থেকে ২০১৯ সালের ১৫ এপ্রিল পর্যন্ত কোম্পানিটি করমুক্ত সুবিধা পাবে। এর আগে গত ১৫ অক্টোবর কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআর বিষয়টি অনুমোদন করেছে।
এনবিআর গত ১৬ অক্টোবর থেকে কোম্পানির পক্ষে একটি সার্টিফিকেট ডেট ইস্যু করেছে। সার্টিফিকেটে কোম্পানির কর সুবিধার ক্ষেত্রে উৎপাদিত পণ্যের বিপরীতে বিক্রয় করা পণ্যের মূল্য যোগ করা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/সি