স্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।
বৈঠকে কোম্পানিটির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বৈঠকে আসতে পারে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য প্রথমবারের মতো লভ্যাংশ ঘোষণাও।
প্রসঙ্গত, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান মূল্য আয় অনুপাত (পিই রেশিও) রয়েছে ৩৬ দশমিক ৬৭ পয়েন্ট।
স্টকমার্কেটবিডি.কম/এআর