সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। রবিবার সপ্তাহের দিনের শেষে প্রধান শেয়ারবজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪০ পয়েন্ট। এ পতনের ফলে ডিএসই সূচক বেলা সাড়ে ১২টায় ৪৩০৫ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে ডিএসইতে প্রায় ২৮৯ কোটি ৫৬ লাখ টাকার। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বেশিরভাগেরই দর কমেছে। লেনদেনে অংশ নেয়া ৩০৯টি কোম্পানির মধ্যে ১৯০টির দর কমেছে। অপরদিকে দর বেড়েছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার, এমজেএলবিডি, ইফাদ অটোস, এসিআই, শাশা ডেনিমস, ইউনিক হোটেল, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, বঙ্গোজ ও বেক্স-ফার্মা।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)লেনদেন শেষে ৭২ পয়েন্টের পতন শেষে সিএসইএক্স ৮০১৮পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া ২২৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।
স্টকমার্কেটবিডি.কম/এএআর