সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন চলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রধান
সূচক ২৬ পয়েন্ট কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৯টি কোম্পানির। আর দর কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৮ পয়েন্টে। এসময় ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২৫ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। এসময় ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে