দ্বিতীয় দিনের মতো সূচক কমেছে দেশের উভয় শেয়ারবাজার। তবে টাকার পরিমানে লেনদেনের উত্থানের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে ৯০ কোটি টাকা। তবে সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৯৮ পয়েন্টে। মোট ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৯৭ কোটি ৫২ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৩৬ পয়েন্টে। মোট ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৫৭ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এআর