সূচক বেড়ে রেকর্ড গড়লো টোকিও এক্সচেঞ্জ

japanস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের শুরুতেই কিছুটা সূচক পতন ঘটলেও সপ্তাহ শেষে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এশিয়ার অন্যতম বৃহতম শেয়ারবাজার টোকিও স্টক এক্সচেঞ্জ। বিগত ৭ বছরের রেকর্ড ভেঙ্গে এদিন নিক্কেই ইন্ডেক্স পৌঁছেছে ১৭,৯২০.৪৫ পয়েন্টে।

গতকাল শুক্রবার সপ্তাহের শেষ দিনে ঘটেছে রেকর্ড গড়ার ঘটনা ঘটেছে।

এর আগে ২০০৭ সালেই কেবল এতো বেশি সূচক বৃদ্ধির ঘটনা ঘটেছিল। সূচকের উর্ধগতির ফলে সপ্তাহ শেষে স্বস্তির নিঃশাস ফেলতে পেরেছেন জাপানি বিনিয়োগকারিরা ।

গতকাল সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে। দিনশেষে নিক্কেই ইন্ডেক্স ৩৩.২৪ পয়েন্ট বেড়ে ১৭,৯২০.৪৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন উল্লেখযোগ্য হারে বেড়েছে যোগাযোগ ও প্রযুক্তি খাতের শেয়ারের দাম। সব মিলিয়ে একটি সফল সপ্তাহ তথা সফল মাস পার করল জাপাল শেয়ার বাজার।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *