দেশের দুই শেয়ারবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন বেশিই কমেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।
এদিন ডিএসইএক্স বা প্রধান সূচক মাত্র ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক .৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৩৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, সাইফ পাওয়ারটেক, তিতাস গ্যাস, ওয়েষ্টার্ণ মেরিণ, গ্রামীণফোন, ডেসকো, এনভয় টেক্সটাইল, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস লিমিটেড।
অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।
এদিন সিএসইতে ২০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এখানে ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর