সূচক স্থিতিশীল হলেও ইতিবাচক লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক আগের দিনের মতোই অবস্থান করলেও ইতিবাচক লেনদেন হয়েছে।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে মাত্র ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইতে ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর আগের কার্যদিবসে ডিএসইতে ২০৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ডেসকো, এমজেএলবিডি, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক, অগ্নি সিস্টেমস লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফার্মা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

আজ ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ২৪কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *