শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের জুলাই-সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সোনালী আঁশের করপরবর্তী মুনাফা হয়েছে ৪০ লাখ ২০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.১৬ টাকা।
আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৬০ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস ০.২৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এএআর