স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স বাতিল

standard-smbdনিজস্ব প্রতিবেদক :

দুই দফা স্থগিতের পর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানির বিমা ব্যবসায়ের লাইসেন্স এবার চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। দেশের আর্থিক খাতে লাইসেন্স বাতিলের ঘটনা এটাই প্রথম। আইডিআরএ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানিয়ে গত রোববার কোম্পানিটিকে চিঠি দিয়েছে, যা ওই দিন থেকেই কার্যকর।

আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, আইন লঙ্ঘনের দায়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স বাতিল করা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়ায় কোম্পানিটি নতুন কোনো বিমা চুক্তি করতে পারবে না। তবে আগের চুক্তিগুলোর কার্যক্রম চলমান থাকবে। আইডিআরএর লিখিত অনুমতি ছাড়া কোম্পানিটি আর্থিক লেনদেন করতে এবং কোনো সম্পদ সরাতে পারবে না।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে কাল বুধবারের মধ্যে মোটর সনদ, নৌ ও অগ্নিবিমার কভারনোটের ব্যবহৃত নম্বর, টাকা জমা নেওয়ার অব্যবহৃত রসিদ এবং ব্যাংক হিসাব বিবরণীর সত্যায়িত কপি আইডিআরএতে দাখিল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *