শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স রাজধানীতে ফ্লোর স্পেস ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকার তোপখানা রোডে অবস্থিত বিজিআইসি টাওয়ারে প্রতি বর্গফুট ১৩ হাজার ১৩৪ টাকা ২৯ পয়সা দরে মোট ৭ হাজার ৯৯৪.৩৪ বর্গফুট স্পেস ক্রয় করবে সন্ধানী লাইফ। ফ্লোর স্পেস ক্রয়ে খরচ হবে সাড়ে ১০ কোটি টাকা। স্ট্যাপ, নিবন্ধন ব্যয় ব্যতিত এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বীমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) অনুমোদনসাপেক্ষে ফ্লোর স্পেস ক্রয় করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর