ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে হল্টেড হয়েছে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ও লিগ্যাসি ফুট। এসময় মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর স্ক্রীনে সর্বশেষ ১ লাখ ৪ হাজার ২৩৬টি শেয়ার কেনার প্রস্তাব ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার ছিল না। এসময় ১৪ টাকা ৫০ পয়সা দরে শেয়ারটি লেনদেন হয়।
একই সময়ে লিগ্যাসি ফুটওয়্যারের স্ক্রীনে সর্বশেষ ৫৭ হাজার ৪৫টি শেয়ার কেনার প্রস্তাব ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার ছিল না। এসময় ১৬ টাকা ২০ পয়সায় শেয়ারটি লেনদেন হয়।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর