শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমেটেডের বার্ষিকী সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি এজিএম অনুষ্ঠিত হবে। হাইকোর্টের নির্দেশে কোম্পানিটির পূর্বনির্ধারিত এজিএম স্থগিত করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি আইন-১৯৮৪ এর ৮১(২) ধারা অনুযায়ী কোম্পানিটির এজিএম স্থগিত করার নির্দেশ দেন উচ্চ আদালত। পরবর্তী শুনানী না করে এজিএম করতে পারবে না কোম্পানি।
সূত্র জানায়, কোম্পানিটির আইনজীবি সাইদ রিফাত আহমেদ কোম্পানটির পক্ষে আবেদন করলে আগামী ৬ মার্চ শুনানীর দিন ধার্য করে হাইকোট। এরি পেক্ষিতে এজিএমের স্থগিতের নির্দেশনা দেয় হাইকোর্ট। শুনানী শেষে কোম্পানির স্থগিত হওয়া ২০ তম এজিএমটি করতে হবে।
মেট্রো স্পিনিং লিমেটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে আগামী ২৮ জানুয়ারি। এ সভায় কোম্পানির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালােচনা করবে পর্ষদ।
এরআগে ৩ জানুয়ারি থেকে কোম্পানিটিকে বি থেকে জেড ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়।
মেট্রো স্পিনিং লিমেটেডের গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সে সময় এজিএম দিন নির্ধারণ করে আগামী ৪ ফেব্রুয়ারি। যা স্থগিত করে দেওয়া হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে