বন্ড ছেড়ে এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে চার ব্যাংক
বেসরকারি খাতের চার ব্যাংককে এক হাজার কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ব্যাংক চারটি হলো প্রাইম, যমুনা, ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক। সাত বছর মেয়াদি বন্ড ছেড়ে ব্যাংক চারটি আলাদাভাবে এক হাজার কোটি টাকা সংগ্রহ করে তা দিয়ে মূলধন চাহিদা পূরণ করবে বলে বিএসইসি জানিয়েছে।
বিএসইসির গত বুধবারের সভায় ব্যাংকগুলোকে বন্ড ছাড়ার এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ওই দিনই বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, প্রাইম ব্যাংক সাত বছর মেয়াদি অরূপান্তরযোগ্য বন্ড ছেড়ে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০ লাখ টাকা।
যমুনা ব্যাংক অরূপান্তরযোগ্য বন্ড ছেড়ে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। এটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে এক কোটি টাকা।
ব্যাংক এশিয়াও অরূপান্তরযোগ্য বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকটির বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে এক লাখ টাকা।
একই পন্থায় ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে ১০ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি