অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৩৯তম কমিশন সভায় এ অনুমোদন প্রদান করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে নতুন ফ্যাক্টরি ভবন তৈরী, মেশিনারিজ ক্রয় ও আইপিও খাতে ব্যয় করা হবে।
শেষ হওয়া ৩০ জুন ২০১৪ অর্থবছরে কোম্পানিটিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩৪ টাকায়।
কোম্পানিটির ইস্যু ব্যস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এ্যাডভাইজারি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এইচ