স্টকমার্কেট ডেস্ক:
দেশের কোম্পানিগুলোর জন্য আগামী ২০১৬ সাস থেকে জুলাই থেকে জুন এই সময়টা অর্থবছর হিসাবে বিবেচনা করা হবে। ব্যাংক ও বীমা কোম্পানি এর আওতামুক্ত রাখা থাকবে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় সংসদে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, কিছু কোম্পানি বছরের যেকোনো সময়কে ধরে অর্থবছর হিসাব করে থাকে। করদাতা কোম্পানিগুলোর ক্ষেত্রে ২০১৬ সালের ১ জুলাই থেকে ‘জুলাই-জুন’ অর্থবছর হিসাবে বিবেচনা করা হবে। করদাতাদের এই নতুন আয় বছরের হিসাব বিবরণী প্রস্তুতির জন্য ১ বছর সময় দেওয়া হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএজে