৫ দিনে বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহব্যাপী নেতিবাচক প্রবণতা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এক সপ্তাহের ব্যবধানে ডিএসই প্রায় ১০ হাজার কোটি টাকা মূলধন হারায়। ৩ লাখ ১৪ হাজার ৬ কোটি টাকা মূলধন নিয়ে সপ্তাহ শুরু করলেও বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর মূলধন দাঁড়ায় ৩ লাখ ৪ হাজার ৮৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ১৬ শতাংশ কম।

সপ্তাহের পাঁচ কর্মদিবসের সব ক’টিতে ব্যাপক দরপতনের ফলে এ মূলধন হারায় ডিএসই। একই সময় ডিএসইর সব ক’টি সূচকের মারাত্মক অবনতি ঘটে। ডিএসইর প্রধান সূচকটি ১৮১ দশমিক ১৩ পয়েন্ট হারায়।

গত রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ৪ হাজার ৩৭৩ দশমিক ৩৪ পয়েন্ট থেকে সপ্তাহের লেনদেন শুরু করলেও বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর প্রধান সূচকটি নেমে আসে ৪ হাজার ১৯২ দশমিক ২১ পয়েন্টে। এ সময় ডিএসই-৩০ ও শরিয়াহ সূচকের অবনতি ঘটে ৭৫ দশমিক ৫৯ ও ৩৬ পয়েন্ট।

তবে সূচকের এ অবনতির মধ্যে বেড়েছে পুঁজিবাজারটির লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৩৬৬ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন নিষ্পত্তি হয়, যা আগের সপ্তাহ অপেক্ষা ৩৮ দশমিক ৪০ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইর মোট লেনদেন ছিল ১৭১০ কোটি ৩ লাখ টাকার। একই কারণে বেড়েছে ডিএসইর গড় লেনদেনও।

আগের সপ্তাহের ৪২৭ কোটি ৫০ লাখ টাকার স্থলে গত সপ্তাহে ডিএসইর গড় লেনদেন দাঁড়ায় ৪৭৩ কোটি ৩৪ লাখ টাকায়, যা আগের সপ্তাহ অপেক্ষা ১০ দশমিক ৭২ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *