৬ মাসে সাদা হলো ১০ হাজার ২২০ কোটি কালোটাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনারা মধ্যেই গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ৬ মাসেই ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে। অর্থ বৈধ করেছেন ৭ হাজার ৬৫০ জন। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এতে বলা হয়, কালো টাকা সাদা করার মাধ্যমে ৯৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। এরমধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা। যা দিয়েছেন ২০৫ জন।

এতে আরও জানানো হয়, চলতি অর্থবছরের ছয় মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ। আর করদাতা বেড়েছে ৯ শতাংশ। সেই হিসেবে এবছর রিটার্ন দাখিল করেছেন ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন।

অর্থনীতিতে গতি সঞ্চার, বিনিয়োগ বৃদ্ধি ও পুঁজিবাজারের উন্নয়নে চলতি অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে বিশেষ সুযোগ দেয় সরকার।

স্টকমার্কেটবিডি.কম/এএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *