অক্টোবরে বিও বেড়েছে ৬০ হাজারের বেশি

cdblনিজস্ব প্রতিবেদক :

ঈদুল আযহা পরবর্তী দেশের শেয়ারবাজারে ১৬ কার্যদিবস লেনদেন হয়েছে। এ ১৬ কার্যদিবসের মধ্যে ১০ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে আর ৬ কার্যদিবস সূচক বেড়েছে। তবে সার্বিকভাবে ডিএসইতে ১৬ কার্যদিবসে ডিএসইতে সূচক ২০ পয়েন্ট বেড়েছে। ১৬ কার্যদিবসে সূচক ২০ পয়েন্ট বাড়লেও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারীদের সংখ্যা বেড়েছে ৬০ হাজার ৫২৬টি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অক্টোবর মাসের ১৬ কার্যদিবসে গড়ে ৩ হাজার ৭৮২টি বিও বেড়েছে। মোট ৬০ হাজার ৫২৬টি বিওর মধ্যে পুরুষ বিও বেড়েছে ৪১ হাজার ৪৬৪টি, নারী বিও বেড়েছে ১৮ হাজার ৯৫৫টি, কোম্পানি বিও বেড়েছে ১০৭টি। আর মোট বিওর মধ্যে দেশী বিও ৫৯ হাজার ৩৪১টি এবং প্রবাসি বিও বেড়েছে ১ হাজার ৭৮টি।

সূত্র মতে, সেপ্টেম্বর মাসের শেষ দিনে বিও সংখ্যা ছিলো ২৯ লাখ ২২ হাজার ৬৫৪টি, যা অক্টোবর মাসের শেষে দাড়ায় ২৯ লাখ ৮৩ হাজার ১৮০টিতে। অর্থাৎ অক্টোবর মাসে বিও বেড়েছে ৬০ হাজার ৫২৬টি।

এ সময়ে পুরুষ বিও ৪১ হাজার ৪৬৪টি বেড়ে দাড়ায় ২১ লাখ ৮৫ হাজার ৪৫৩টিতে, যা সেপ্টেম্বর মাসের শেষে ছিলো ২১ লাখ ৪৩ হাজার ৯৮৯টি।

নারী বিও ১৮ হাজার ৯৫৫টি বেড়ে দাড়ায় ৭ লাখ ৮৭ হাজার ৫৩৭টিতে, যা সেপ্টেম্বর শেষে ছিলো ৭ লাখ ৬৮ হাজার ৫৮২টি।

এ সময়ে কোম্পানি বিও বেড়েছে ১০৭টি। সেপ্টেম্বর শেষে কোম্পানি বিও ছিলো ১০ হাজার ৮৩টি, যা অক্টোবর শেষে দাড়িয়েছে ১০ হাজার ১৯০টি।

এদিকে অক্টোবর মাসে দেশী বিওধারীদের সংখ্যা বেড়েছে ৫৯ হাজার ৩৪১টিতে। অক্টোবর শেষে দেশী বিওধারীর দাড়ায় ২৮ লাখ ৩০ হাজার ৭৭৯টিতে, যা সেপ্টেম্বর শেষে ছিলো ২৭ লাখ ৭১ হাজার ৪৩৮টি।

অক্টোবর মাসে প্রবাসি বিওধারী বেড়েছে ১ হাজার ৭৮টি। অক্টোবর শেষে প্রবাসি বিওধারীর সংখ্যা দাড়ায় ১ লাখ ৪২ হাজার ২১১টিতে, যা সেপ্টেম্বর শেষে ছিলো ১ লাখ ৪১ হাজার ১৩৩টি।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *