অক্টোবরে বিদেশী বিনিয়োগ কমেছে ৫৪%

dolerনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নেট বিদেশী বিনিয়োগ সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমেছে ৫৪ শতাংশ। গতকাল ডিএসই সূত্রে পাওয়া তথ্যে এমনটি দেখা যায়।

মূলত সেপ্টেম্বরে শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীরা বড় অঙ্কের বিনিয়োগ করেন। এ কারণে অক্টোবরে বিনিয়োগ কমেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্যানুসারে, অক্টোবরে বিদেশী বিনিয়োগকারীরা মোট ৩০২ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার কেনেন। এর বিপরীতে বিক্রি করেন ১০৭ কোটি ১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার।

অক্টোবরে ডিএসইতে নেট বিদেশী বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১৯৫ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকা, যা সেপ্টেম্বরে ছিল ৪২৬ কোটি ২৫ লাখ ১৮ হাজার টাকা। আর অক্টোবরে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ৪০৯ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা, যা আগের মাসে ছিল ৭৫২ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে নেট বিদেশী বিনিয়োগ আগস্টের চেয়ে প্রায় ৩৩ গুণ বাড়ে। সেপ্টেম্বরে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার কেনেন ৫৮৯ কোটি ৬০ লাখ টাকার, যার বিপরীতে বিক্রি করেন ১৬৩ কোটি ৩৫ লাখ টাকার। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও সামষ্টিক অর্থনীতির অবস্থা ভালো থাকায় ওই মাসে বাংলাদেশে বিনিয়োগে বিদেশীদের ইতিবাচক মনোভাব ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *