অবসরকালীন সুবিধা পাবেন না ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবসরের পর ব্যাংকের নিয়মিত কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ প্রাপ্য অর্থ সম্পূর্ণ পরিশোধ করতে হবে। আর চুক্তিভিত্তিক পদে বা অবসরের পর চুক্তিভিত্তিক পদে যোগদান করা কর্মকর্তারা অবসরের পর এমন অবসরকালীন সুবিধা প্রাপ্য হবেন না।

বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংক কর্মকর্তাদের অবসর এবং চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কিত বিষয়ে অস্পষ্টতা দূর করার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক খাতে শৃঙ্খলা, সুশাসন ও ব্যাংক ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে ব্যাংকের প্রধান নির্বাহী এবং অধস্তন অন্যান্য চুক্তিভিত্তিক কর্মকর্তা বা কর্মচারীদের চাকরির বয়সসীমার অসমতা দূর করতে চুক্তিভিত্তিক কর্মকর্তা বা কর্মচারীদের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়। তবে ব্যাংকের নিয়মিত কর্মকর্তাদের বয়স হবে সর্বোচ্চ ৫৯ বছর।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *