অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত লাইসেন্স পেল আমান

amanনিজস্ব প্রতিবেদক :

দেশের তৃতীয় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে আমান অর্থনৈতিক অঞ্চল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ অঞ্চলে ফুড ও বেভারেজ, শিপ বিল্ডিং, সিমেন্ট, এলপিজিসহ বিভিন্ন শিল্প স্থাপন করা হবে। এ অঞ্চল চালুর পর প্রথম বছরে ৩ হাজার ও পরের পাঁচ বছরে ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স দেয়। বেজা কার্যালয়ে লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ সময় আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *