অর্থবছরের ১ম দিনেই নেতিবাচক লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক :

নতুন অর্থবছরের (২০১৫-১৬) প্রথম দিনটা পতন দিয়েই শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য যেসব প্রণোদনা দেওয়া হলেও তার প্রভাব পড়ছে না।

বৃহস্পতিবার অর্থবছরের প্রথম লেনদেন দিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১০.৫২ পয়েন্ট। দিনশেষে সূচক ৪৫৭২.৫৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। অবশ্য আগের দিন মঙ্গলবার সূচক বেড়েছিল ৫১.১২ পয়েন্ট।

অবশ্য সূচক কমলেও অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। ৩১০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪টির দর।

বৃহস্পতিবার তা কমে হয়েছে ৫০৪ কোটি ৬২ লাখ টাকা। সর্বশেষ মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৪৫ লাখ টাকা। মঙ্গলবারের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ৮৫ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে নতুন তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, অ্যাপলো ইস্পাত, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, খুলনা পাওয়ার, ইফাদ অটোস ও ফার কেমিক্যাল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/জেডকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *