অ্যাকর্ড বাংলাদেশে থাকবে আরো ৬ মাস

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের পোশাকখাতে নিরাপত্তার মান নিশ্চিত করতে আরও ৬ মাস কাজ করে যাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড।

বৃহস্পতিবার (১০ মে) রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, অ্যাকর্ড দীর্ঘদিন ধরে এখানে কাজ করে করছে। তাদের কাজ বুঝে নেওয়ার জন্য বর্তমানে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিষয়টি বিবেচনা করে সরকার আরও ৬ মাস মেয়াদ বাড়িয়েছে। সংবাদ সম্মেলন। ছবি: শাকিল আহমেদএই ৬ মাসের মধ্য সরকারের আরসিসি (রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল) সক্ষমতা অর্জন করবে বলেও মনে করেন বিজিএমইএ সভাপতি।

বিগত ৫ বছর ধরে কাজ করে যাওয়া অ্যাকর্ডের মেয়াদ এ মাসেই শেষ হওয়ার কথা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *