আইএফআইসি ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকি খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টায়ার-২ মূলধন শর্তপূরণে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে ব্যাংকটি। ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।

এই বন্ড হবে অ-রূপান্তরযোগ্য। প্রতিটি বন্ডের অভিহিত ‍মূল্য হবে ১০ লাখ টাকা। লটের আকার হবে ১০। বন্ডের মেয়াদ হবে ৭ বছর। সুদের হার হবে সাড়ে ৯ থেকে সাড়ে ১২ শতাংশ।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে ব্যাংকটি। ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিদেশী বিনিয়োগকারী, স্থানীয় প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বন্ড ক্রয় করার যোগ্য।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *