আইএসএন-নর্দার্ণ জুট-ফাইন ফুড-স্টাইল ক্রাফট কারসাজির শাস্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির জন্য সংশ্লিষ্টদের শাস্তি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত ৭৫৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বিএসইসি।

যে সব কোম্পানির শেয়ার কারসাজির শাস্তি প্রদান করা হয়েছে সেগুলো হলো : ইনফমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, ফাইন ফুড ও স্টাইল ক্রাফট ফ্যাশন লিমিটেড।

এ সভায় সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

বিএসইসি সূত্র মতে, ইনফমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার লেনদেনে কারসাজির জন্য জিমস মার্টিন দাস, ড. জে. এম মুর্শিদ মো: নুরল ইসলাম কামরাম এবং সহযোগী মনজিলা নাসরিন ইসলাম শাস্তি দেওয়া হয়। আর নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের জন্য পরিমল চন্দ্র পাল এবং সহযোগী রিপন শেখ, মল্লিক আবু বক্কর, মো: তোফাজ্জল হোসেন, বিধান মিস্ত্রী, অমল কৃষ্ণ দাস ছাড়াও সালেক আহমেদ সিদ্দিকী এবং সহযোগী (অর্থাৎ মনির হোসেন), সমির রঞ্জন পাল এবং সহযোগী (অর্থাৎ শিউলি পাল, চিত্ত হারান দত্ত), মো: আমানত উল্লাহ এবং সহযোগী (অর্থাৎ সেতারা বেগম, সন্দীপ কর্পোরেশন, হাল ইন্ডাস্ট্রিজ, প্রশান্ত কুমার হালদার) জড়িমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *