আইটিসির জমি ক্রয় ও ভবন নিমার্ণের সিদ্ধান্ত অনুমোদন

স্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড রাজধানীতে জমি ক্রয় ও বহুতল ভবন নিমার্ণ করার সিদ্ধান্তটি শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এই সিদ্ধান্তগুলো অনুমোদন দিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটি ঢাকায় তেজগাঁ বাণিজ্যিক এলাকায় মোট ২০.০৬৫ কাঠা জমি কিনবে। এসব জমির দাম ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। যা কোম্পানির নিজস্ব ফান্ড থেকে ব্যয় করা হবে।

আর এই জমিতেই আইটিসি টাওয়ার নামে একটি অত্যাধুনিক ও বহুতল ভবন নির্মাণ করা হবে। আইটি অবকাঠামো ও ডেটা সেন্টারসহ এই ভবনটি নিমার্ণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮০ কোটি টাকা।

ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানিটির চেয়ারম্যান লিম কিয়া মিং, কোম্পানিটির এমডি ও সিইও ড. কাজী সাইফুউদ্দীন মুনির, মো: ওয়ালিজ্জামান এফসিএ, ইনডিপেন্ডেন্ট পরিচালক কামাল উদ্দিন ও দাশগুপ্ত অসীম কুমার আর অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানিটির সিএফও শ্যামল কান্তি কর্মকার ও কোম্পানি সচিব আনিন্দ্য সরকারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *