আইনি জটিলতা কাটিয়ে সুহৃদের ক্যাটাগরি পরিবর্তন

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সমাপ্ত অর্থবছরের ভালো লভ্যাংশ দেওয়ার পরও আইনি জটিলতার জন্য ক্যাটাগরিতে পরিবর্তন হয়নি। অবশেষে কোম্পানিটিকে এন থেকে এ ক্যাটাগিরতে আনার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২৫ নভেম্বর থেকে কোম্পানিটির লেনদেন এ ক্যাটাগরিতে হবে।

সুহৃদ ইন্ড্রাস্ট্রিজ ৩০ জুন ২০১৪ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে এন থেকে এ ক্যাটাগরিতে আনার সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জ। কিন্তু যে এজিএমে এই লভ্যাংশ অনুমোদন পেয়েছে, তা স্থগিত করেছে হাইকোর্ট।

পরে ডিএসইতে জানানো হয় যে, ভালো লভ্যাংশ দিয়েও আইনি জটিলতার জন্য সুহৃদের ক্যাটাগরি পরিবর্তন করা যাচ্ছে না।

গত ২০ জানুয়ারি সুহৃদ ইন্ড্রাস্ট্রিজের বোনাস শেয়ার বিনিয়োগকারীরা বিওতে পাঠিয়েছে সিডিবিএল। গত ২০ নভেম্বর সুহৃদ ইন্ড্রাস্ট্রিজের রেকর্ড ডেট ছিল। এসময় যাদের বিওতে কোম্পানির শেয়ার ছিল তারা এই বোনাস লাভ করেছে।

গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত আলোচিত ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এই লভ্যাংশ অনুমোদন করে সুহৃদ ইন্ড্রাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *