আইন ভঙ্গের দায়ে বালি সিকিউরিটিজকে জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা অনিয়ম ও আইন ভঙ্গের অপরাধে ঢাকা স্টক এক্সচেঞ্জের বালি সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত ৭৫৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বিএসইসি।

হাউজটি যেসব আইন লঙ্ঘন করেছে তা নিম্নে বর্ননা করা হলো:

ক) সমন্বিত গ্রাহক হিসাব এ ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১; দ্বিতীয় তফসিল এর আচরণ বিধি ১ ও ৬ লঙ্ঘন।

খ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা,২০০০ এর দ্বিতীয় তফসিল এর আচরণবিধি ১ এর লঙ্ঘন।

গ) ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস,১৯৯৯ এর লঙ্ঘন।

ঘ) পর্যাপ্ত ব্যালেন্স না থাকা সত্ত্বেও কর্মচারীদের আত্মীয়দের অর্থ প্রদান করার মাধ্যমে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার,স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিল এর আচরণবিধি ১ ভঙ্গ করেছে।

ঙ) এন ও জেড ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীকের ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশনার লঙ্ঘন।

উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে হাউজটিকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *