আইপিওর মাধ্যমে অর্থ নিবে ম্যাট্রিমনি ডটকম

hp-top-img-txtস্টকমার্কেট ডেস্ক :

ভারতের অনলাইন ম্যাচমেকিং ওয়েব সাইট ম্যাট্রিমনি ডটকম শেয়ারবাজার থেকে প্রায় ৩.৫ বিলিয়ন রুপি বা ৫৩.৭ মিলিয়ন মার্কিন ডলার নিবে। ইনিশিয়াল পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে এই অর্থ উত্তোলন করবে কোম্পানিটি।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বেসেমার পার্টনার্সসহ বিদ্যমান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডাররা এই ইস্যুর অংশ হিসাবে অতিরিক্ত ১.৬৬ মিলিয়ন শেয়ার বিক্রি করবে।

কোম্পানিটি আরো বলছে, গতবছর ম্যাট্রিমনি ডটকম ৬ লাখ ৪৭ হাজার শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন ২.৩২ বিলিয়ন রুপি করেছে।

চেন্নাই ভিত্তিক কোম্পানিটি আইপিও ব্যবস্থাপক হিসেবে রয়েছে কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, সিটি গ্রুপ গ্লোবাল মার্কেটস এবং ডয়চে ইক্যুটিজ ইন্ডিয়া।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *