আইপিও অনুমোদন চলমান থাকায় বিও বেড়েছে সাড়ে ২৪ হাজার

ipoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের শেয়ারবাজারে নতুন করে ২৪ হাজার ৬৮৪টি বিও অ্যাকাউন্ট বেড়েছে। ইলেক্ট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারির প্রথম সপ্তাহ বাজার ভালো থাকার পাশাপাশি নতুন করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বেশ কিছু কোম্পানিকে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য অনুমোদন চলমান থাকায় নতুন করে বিনিয়োগকারীরা বাজারে ঝুঁকছেন। তবে নতুন বিওধারীদের বেশিরভাগই বিদেশি ও ক্ষুদ্র বিনিয়োগকারী।

সিডিবিএলের তথ্য মতে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) উভয় বাজারে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিও হিসাবের সংখ্যা ছিলো ২৭ লাখ ২১ হাজার ৭০২ টাকা। সেখান থেকে ২৪ হাজার ৬৪৮টি বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৪৬ হাজার ৩৮৬টিতে।

শেয়ারবাজারে তিন শ্রেণীর মোট ২৭ লাখ ৪৬ হাজার ৩৮৬টি বিও রয়েছে। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৫৯টি, নারী বিনিয়োগকারীর সংখ্যা ৭ লাখ ২৮ হাজার ৩২৫টি, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা ১১ হাজার ৮৮১টি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *