আইসিবির আট ফান্ডের এনএভি প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৫ মে’র হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ১ হাজার ৫৭৫.৭২ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২২৮.৩৭ টাকা।

দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২৫৫.১৮ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ১০৩.৮৮ টাকা।

তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৩২২.৫৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭০.৬৪ টাকা।

চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২৪৬.৩৭ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭৯.৮১ টাকা।

পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২১১.৮৩ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৬১.৪৫ টাকা।

ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৫০.০৪ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৭.৫৯ টাকা।

সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৯১.০৯ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৯.২৭ টাকা।

অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে দাঁড়িয়েছে ৬০ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৪.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *