আজিজ পাইপসের সুদ মওকুফ করলো ন্যাশনাল ব্যাংক

Aziz-Pipies-smbdস্টকমার্কেট ডেস্ক :

আজিজ পাইপস লিমিটেডের ১২ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৫৩ টাকার সুদ মওকুফ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। তবে পুনর্নির্ধারিত তফসিলের আওতায় আসল হিসেবে পাওনা অর্থ ৩৬টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে কোম্পানিকে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজিজ পাইপস গতকাল শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্ট সবাইকে জানায়, ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে নেয়া মোট ২১ কোটি ২৯ লাখ টাকা ঋণের মধ্যে ৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা ৭১ পয়সা এরই মধ্যে পরিশোধ করেছে তারা। পুনঃতফসিলীকরণ স্কিমের ডাউন পেমেন্ট হিসেবে পরিশোধ করা হয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা। এ বাবদ আরো ৮৩ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এর পর ঋণের বাকি ৬ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা ৭১ পয়সা ৩৬টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করবে আজিজ পাইপস। আগামী মাস থেকেই কিস্তি পরিশোধ শুরু করতে হবে তাদের। ব্যাংকের সঙ্গে এ সমঝোতা এরই মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদে অনুমোদন হয়েছে।

কোম্পানি আরো জানিয়েছে, মওকুফ হওয়া সুদ বাবদ ৮২ লাখ ৩৮ হাজার ৪৮৩ টাকা সঞ্চিতি সংরক্ষণ করেছিল তারা, যা পরবর্তী আর্থিক প্রতিবেদনে সমন্বয় করা হবে। এতে কোম্পানির পুঞ্জীভূত লোকসান কমে আসবে।

৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ছিল ৪৭ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *