আদানির সম্পদমূল্য এক দিনেই বাড়ল ৫৫০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অবশেষে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর মুখ দেখতে পাচ্ছেন ভারতের শীর্ষস্থানীয় ধনী গৌতম আদানি। আজ বুধবার দুটি খবরে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ আর আদানি উইলমার ও আদানি ট্রান্সমিশনের শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশ করে।

দর বাড়ার কারণে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত বাজার মূলধন গত কিছুদিন ধরে যেভাবে কমছিল তার গতি কিছুটা হ্রাস পেয়েছে। গত সোমবার পর্যন্ত আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন কমেছিল ১১৭ বিলিয়ন বা ১১ হাজার ৭০০ কোটি ডলার। আজ বুধবার দিন শেষে বাজার মূলধন কমার পরিমাণ দাঁড়িয়েছে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারে।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের এক বিবৃতি আদানি গোষ্ঠীর শেয়ারের মূল্যবৃদ্ধিতে জাদুর মতো কাজ করেছে। তারা বলেছে, শেয়ারের দাম কমে গেলেও আদানিরা বন্ড ইনডেক্সের মধ্যে বাণিজ্য করতে পারবেন। এতেই আদানিদের ওপর ভরসা হারানো বিনিয়োগকারীরা কিছুটা আশ্বস্ত হন। এর আগে মঙ্গলবার কাকতালীয়ভাবে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সেখানে বলা হয়, আদানিরা ১১০ কোটি ডলারের ঋণ শোধের পরিকল্পনা করছে।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *