আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মানি লন্ডারিং আইনে করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

রবিবার (৭ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্বর সিদ্দিক মামলার ‘চার্জশিটটি দেখিলাম’ বলে তাতে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে দিলদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

২০১৭ সালের ১২ আগস্ট দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা বিভাগ। চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এর মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *