আবারও পরিচালক হলেন শাকিল রিজভী

sakilনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দ্বিতীয় দফা নির্বাচনে আবারও পরিচালক হলেন সদ্য বিদায়ী পরিচালক মো. শাকিল রিজভী। বেধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচনের লক্ষ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি পরিচালক পদে আবারও নির্বাচিত হলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচুয়ালাইজেশন) পরবর্তী ডিএসইর পরিচালক পদে দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নিতে শাকিল রিজভী গত ১৫ জানুয়ারি মনোনয়পত্র সংগ্রহ করেন। ডিএসইর নির্বাচনী তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত মনোনয়পত্র সংগ্রহের শেষ সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়পত্র সংগ্রহ না করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকছে না।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিমিউচুয়ালাইজেশন আইনানুসারে ডিএসইর তিন শেয়ারহোল্ডার পরিচালকের সঙ্গে আলোচনা করে পরিচালক শাকিল রিজভী বর্তমান পদ থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে শাকিল রিজভীকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানান অধিকাংশ স্টেকহোল্ডার ও বর্তমান পরিচালকরা, যার পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বলে শাকিল রিজভী জানান।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *